মেহেরপুর জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ২০২২-২৩ অর্থ বছরের অর্জন সমুহঃ
১। উন্মুক্ত ও প্রাতিষ্ঠনিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণঃ
অবমুক্তকৃত পোনার পরিমানঃ ০.৯০০ মেট্রিক টন।
২। প্রদর্শনী খামার স্থাপনঃ ৯ টি।
৩। বিল নার্সারী স্থাপনঃ ৮ টি এবং বিল নার্সারীর আয়তন: ৩.৩৫ হেক্টর, মোট জলাশয়ে আয়তন: ২১৯.৫৩ হেক্টর।.
৪। মৎস্য চাষ বিষয়ক পরামর্শ প্রদানঃ ৭২০ জন।
৫। মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদানঃ ১২০ জন।
৬। মৎস্য আইন বাস্তবায়নঃ ৬০ টি।
৭। মৎস্য অভয়াশ্রম রক্ষনাবেক্ষণঃ ৩ টি।
৮। মৎস্য খাদ্য লাইসেন্স প্রদান/নবায়নঃ ৩০ টি।
৯। মৎস্য হ্যাচারি লাইসেন্স প্রদান/নবায়নঃ ২ টি।
১০। মৎস্য খাদ্য মান পরীক্ষাঃ ১২ টি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS