Wellcome to National Portal
Main Comtent Skiped

Future plan

মেহেরপুর জেলার মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য ভবিষ্যত কর্মসুচি সমুহঃ

ভবিষ্যৎ পরিকল্পনা:

১। চাহিদা ‍অনুযায়ী মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা ।

২। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে  অভয়াশ্রম স্থাপন স্থাপন নিশ্চিত করা।

৩। মৎস্য খাদ্য বিক্রেতাদের সহিত যোগসূত্র স্থাপন নিশ্চিত করা ।

৪। চাষী ও বিক্রেতাদের সহিত যোগসূত্র স্থাপন করা।

৫। শিং, মাগুর,পাবদা, গুলশা সহ দেশীয় প্রজাতির মাছ  চাষ বৃদ্ধি করা ।

৬। কার্প ফ্যাটেনিং এর মাধ্যমে  বড় মাছ উৃৎপাদন।

৭। নিরাপদ মাছ বাজার  তৈরি ও নিরাপদ মাছ উৎপাদন।

৮। হ্যাচারীতে গুণগত মানের পোনা ও রেনু উৎপাদন নিশ্চিত করা।

৯।  মৎস্য আইন সমুহ বাস্তবায়ন ।

১০। ফরমালিন মুক্ত মাছ বিক্রয় নিশ্চিত করা ।

Location Map